ভিডিও

মহাখালীতে রেলগেট অবরোধ, সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪, ০৭:২৭ বিকাল
আপডেট: জুলাই ১৬, ২০২৪, ০৯:০৯ রাত
আমাদেরকে ফলো করুন

কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলী‌গের হামলার প্রতিবাদে রাজধানীর মহাখালী এলাকায় রেলপথ অব‌রোধ ক‌রে‌ছেন শিক্ষার্থীরা। এতে ঢাকার কমলাপুর রেলস্টেশন থে‌কে দুপুর ১টা ৪২ মি‌নি‌টে ট্রেন চলাচল বন্ধ হ‌য়ে যায়। শুধু পদ্মা রেল সং‌যো‌গে ট্রেন চল‌ছে। অন‌্যান‌্য রু‌টে রাজধানীর স‌ঙ্গে সারা‌দে‌শের ‌রেল যোগা‌যোগ বন্ধ র‌য়ে‌ছে। এছাড়া রেলগেট সংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

রে‌লও‌য়ের প‌রিচালক না‌হিদ হাসান খান বলে‌ন, রেলপথ বন্ধ থাকায় তেজগাঁও স্টেশন সংলগ্ন এলাকায় দু‌টি ট্রেন আট‌কে র‌য়ে‌ছে। এতে কমলাপুর থে‌কে ট্রেন চলাচল বন্ধ র‌য়ে‌ছে। দুপু‌রের দি‌কে খুব বে‌শি ট্রেন চ‌লে না। তাই কমলাপু‌রে আটকাপড়া ট্রেনের সংখ‌্যা বে‌শি নয়। দুই এক‌টি হ‌তে পা‌রে। 

 

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে মহাখালী রেল‌গেইট অবরোধ ক‌রেন আশপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দুপুর সোয়া ১টার দি‌কে সেখা‌নে দু‌টি ট্রেন আট‌কে দেন তারা। 

 

ঢাকার রেলভবন জা‌নি‌য়ে‌ছে, কমলাপুর অভিমুখী সিল্ক‌সি‌টি এবং রাজশাহী বনলতা এক্স‌প্রেস আটকা প‌ড়েছে। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS