ভিডিও

সারাদেশে কারফিউয়ের শিথিল করা সময়ে ঢাকায় ২ রুটের ট্রেন

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৪, ০৮:৪১ রাত
আপডেট: জুলাই ২৪, ২০২৪, ০৮:৪১ রাত
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: চলমান কারফিউয়ের শিথিল সময়ে আপাতত ঢাকা থেকে দুইটি রুটে ট্রেন চলবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। আন্দোলনের মুখে ঢাকা থেকে ট্রেন চলাচল বন্ধের ৬ষ্ঠ দিনে এই সিন্ধান্ত জানানো হলো। তবে, এই সময়ে কনটেইনারবাহী ট্রেন চলাচল করেছে।

বুধবার (২৪ জলাই) রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবির বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার কারফিউয়ের শিথিল সময়ে ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা ও ঢাকা-টঙ্গী-ঢাকা রুটে দুইটি কমিউটার ট্রেন চলাচল করবে। এছাড়া, পূর্ণাঙ্গভাবে ট্রেন চলাচলের বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, গত ১৮ জুলাই রাজধানীর নাখালপাড়া রেলগেট এলাকায় কোটা আন্দোলনকারীরা রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করলে জননিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখে বাংলাদেশ রেলওয়ে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS