ভিডিও

সরকারের পড়ে যাওয়ার কোনো শঙ্কা নেই : গণপূর্তমন্ত্রী

প্রকাশিত: আগস্ট ০১, ২০২৪, ০৬:৩৭ বিকাল
আপডেট: আগস্ট ০২, ২০২৪, ১২:৩৮ রাত
আমাদেরকে ফলো করুন

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, আমরা বেশ মজবুতভাবেই আছি। সরকারের পড়ে যাওয়ার কোনো শঙ্কা নেই। তবে আমরা আগে দেখতাম বিএনপি তিন বেলা সরকার পতন করতো। এখন এক বেলা সরকার পতনের কথা বলে।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, কোটা আন্দোলন নিয়ে টেকনিক্যাল ভুল থাকতে পারে। তবে জ্ঞানত কোনো অন্যায় করিনি। আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। আন্দোলনটা কোটায় নাই। ছাত্র আন্দোলনের মাধ্যমে ধ্বংসযজ্ঞ হয়েছে বলে আমরা মনে করি না। সেটা কোন দিকে গেছে সবাই দেখেছে।

তিনি আরও বলেন, আন্দোলনে কর্মসূচি ইংরেজি ভাষায় দিচ্ছে। টোটাল শাটডাউন, কমপ্লিট শাটডাউন নামে কর্মসূচি দেওয়া হয়েছে। তাদের এই কর্মসূচির নামের অর্থ ৮০ শতাংশ মানুষ বোঝে না। এতে বোঝা যায় বিদেশিদের দৃষ্টি আকর্ষণের জন্য এমনটা করা হচ্ছে এবং এখানে বিদেশি ষড়যন্ত্র রয়েছে।

গণপূর্তমন্ত্রী বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে অপপ্রয়াশ চলছিল, একমাত্র জেলা ব্রাহ্মণবাড়িয়ায় এটি প্রতিফলিত করতে পারেনি। তাছাড়া ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা কোটা আন্দোলন নিয়ে কোনো অপপ্রচার চালাননি। 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS