ভিডিও

 প্রেসক্লাব দ্রোহযাত্রায় শিক্ষার্থী-জনতার ঢল

প্রকাশিত: আগস্ট ০২, ২০২৪, ০৩:৪৭ দুপুর
আপডেট: আগস্ট ০২, ২০২৪, ০৮:৩০ রাত
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: গণগ্রেপ্তার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থী-জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও শিক্ষার্থী জনতাকে হত্যার দায়ে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত দ্রোহযাত্রায় শিক্ষার্থী-জনতার ঢল নেমেছে।

শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই দ্রোহযাত্রার কথা থাকলেও দুপুর ২টা থেকেই ছাত্র জনতা সেখানে জমায়েত হন।

এতে শিক্ষার্থী, সাধারণ জনতার পাশাপাশি সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
দ্রোহযাত্রায় অংশ নেওয়াদের বিভিন্ন প্রতিবাদী গান ও কবিতা পরিবেশন করতে দেখা যায়।  

এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতদের স্মরণে জাতীয় প্রেসক্লাবের সামনে শহীদ বেদি তৈরব করা হয়েছে।

প্রেসক্লাবের একপাশে পুলিশ সদস্যদেরও সতর্ক অবস্থায় দেখা গেছে।

এই দ্রোহযাত্রায় সভাপতিত্ব করেন অধ্যাপক আনু মোহাম্মদ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS