ভিডিও

এবার মুক্তিযোদ্ধারাও যোগ দিলেন শহীদ মিনারে

প্রকাশিত: আগস্ট ০৩, ২০২৪, ০৪:৩৫ দুপুর
আপডেট: আগস্ট ০৩, ২০২৪, ০৪:৩৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের যোগ দিতে দেখা যায়।

বৃষ্টি উপেক্ষা করেই শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ‘৭১ এর রনাঙ্গণের মুক্তিযোদ্ধা’র ব্যানারে বীর মুক্তিযোদ্ধারা শহীদ মিনারে সমবেত হন।

এদিন বিকেল ৩টায় শিক্ষার্থীদের পূর্বঘোষিত কর্মসূচি পালিত হওয়ার কথা থাকলেও ঘণ্টা খানেক আগে থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিক্ষোভে অংশ নিতে শুরু করেন তারা।

কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানুষের ঢলে জনসমুদ্রে পরিণত হয় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS