ভিডিও

ঢামেকে জ্বালানি উপদেষ্টা

‘ধান কাটার মৌসুমের মতো দেশে দাবি আদায়ের মৌসুম শুরু হয়েছে’

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০৪:০৬ দুপুর
আপডেট: আগস্ট ২৭, ২০২৪, ১২:৫৩ রাত
আমাদেরকে ফলো করুন

ধান কাটার মৌসুমের মতো দেশে এখন দাবি আদায়ের মৌসুম শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল করিম খান।

সোমবার (২৬ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। সচিবালয়ের সামনে আন্দোলনরত আনসার সদস্যদের হামলায় হাসনাত আবদুল্লাহ আহত হন। 

হাসপাতালে জ্বালানি উপদেষ্টা বলেন, প্রত্যেক দাবির একটা আর্থিক সংশ্লেষ আছে। এতে সরকারের ব্যয় বাড়বে। কিন্তু সরকারের রাজস্ব হঠাৎ করে বাড়বে না। ফলে সরকার কিভাবে এসব দাবি স্বল্প সময় পূরণ করবে? এসব দাবি পূরণ করতে হলে সরকারের টাকা ছাপাতে হবে। এতে মূল্যস্ফীতি বেড়ে যাবে। মূল্যস্ফীতি হলে জনসাধারণ ভুক্তভোগী হবে।

আন্দোলনকারীদের উদ্দেশে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, তারা কোনো উপদেষ্টার সঙ্গে দেখা করতে ব্যর্থ হয়েছে- এমন তো হয়নি। নিয়মতান্ত্রিক পন্থায় এলে আমরা আলাপ করতে রাজি। 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS