ভিডিও

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে সিএমএইচে স্থানান্তরিত করা হয়েছে

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০৫:১৬ বিকাল
আপডেট: আগস্ট ২৭, ২০২৪, ১২:৫৬ রাত
আমাদেরকে ফলো করুন

রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলাকালে গুরুতর আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢামেক হাসপাতাল থেকে তাকে সিএমএইচে স্থানান্তরিত করা হয়। এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান তাকে অ্যাম্বুলেন্সে তুলে দেন।

তিনি বলেন, ‘এখানে অনেক ক্রাউড। আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। হাসনাত আব্দুল্লাহর বিশ্রাম প্রয়োজন। তাই আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। আরও ৪৮ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখতে হবে। এরপর হাসপাতাল থেকে তাকে রিলিজ দেয়া যাবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।’
 
যদিও এর আগে তিনি জানান, হাসনাত আব্দুল্লাহকে জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টার থেকে কেবিনে দেয়া হয়েছে। হাসনাত মাথায় সামান্য আঘাত পেয়েছিলেন, তবে এখন শঙ্কামুক্ত।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS