ভিডিও

গাজীপুরে রাতে কবর খুঁড়ে নিয়ে যাচ্ছে মানব কঙ্কাল  

প্রকাশিত: সেপ্টেম্বর ০৬, ২০২৪, ০৪:২৪ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ০৬, ২০২৪, ০৪:৫৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  গাজীপুরে রাতে কবর খুঁড়ে মানব কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। কালিয়াকৈর উপজেলার মৌচাক ভান্নারা এলাকার একটি কবরস্থান থেকে মানব কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গত কয়েক সপ্তাহে প্রায় অর্ধশত কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।  


এলাকাবাসীরা জানান, গত বুধবার সকালে ভান্নারা এলাকায় জান্নাতুল বাক্কী কেন্দ্রীয় কবরস্থান ফজরের নামাজ শেষে আব্দুল মান্নান তার বাবার কবর জিয়ারত করতে যান। তিনি দেখতে পান, তার বাবার কবরসহ আরো সাতটি কবর খুড়েঁ রাখা। বিষয়টি তিনি লোকজনকে জানালে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়। এর আগেও একই কায়দায় প্রায় ১৮টি কঙ্কাল চুরি করে দুর্বৃত্তরা । ওই ঘটনার পর থেকেই এলাকাবাসী কবরস্থানে পাহারা দিলেও ফের আবার চুরি শুরু হয়। 

ভান্নারা এলাকার বাসিন্দা ইউসুফ সিকদার বলেন, ‌‘গত ১ মাসে প্রায় অর্ধ শতাধিক কঙ্কাল চুরি হয়েছে কবরস্থান থেকে। শুনেছি, দুর্বৃত্তরা অন্ধকারে মানুষের কঙ্কাল চুরি করে নাকি লাখ টাকায় বিক্রি করে। কারা এই কাজের সঙ্গে জড়িত আমরা এখনো শানাক্ত করতে পারিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি, তারা যেন এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনেন।’ 


কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘কঙ্কাল চুরি ঘটনাটি এলাকাবাসীর কাছে জানতে পেরেছি। তাদের কে থানায় অভিযোগ করতে বলেছি। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS