ভিডিও

বরিশালে ব্যাটারির বিরুদ্ধে প্যাডেল রিকশা চালকদের বিক্ষোভ

প্রকাশিত: সেপ্টেম্বর ০৮, ২০২৪, ০৫:৪৬ বিকাল
আপডেট: সেপ্টেম্বর ০৮, ২০২৪, ০৫:৪৬ বিকাল
আমাদেরকে ফলো করুন

বরিশাল সিটি করপোরেশনের নির্দেশ অনুযায়ী ব্যাটারি চালিত রিকসা নগরীর সদর রোডে প্রবেশের নিষেধাজ্ঞা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে প্যাডেল রিকশা চালকরা। 

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর সদর রোডে এ বিক্ষোভ হয়। 

 
প্যাডেল চালিত রিকসা চালকরা মানববন্ধনে বলেছেন, পূর্বে বরিশাল সিটি করপোরেশনের নিয়মানুযায়ী নগরীর ব্যস্থতম সড়ক সদর রোডে ব্যাটারিচালিত রিকসা প্রবেশে নিষেধাজ্ঞা ছিলো। বর্তমানে ব্যাটারিচালিত রিকসা চালকরা সে নিয়ম ভঙ্গ করছেন। যেকারণে সদর রোডে যানযটের সৃস্টির পাশাপাশি ব্যাটারি চালিত রিকসায় যাত্রী ওঠার কারণে প্যাডেল চালিত রিকসায় তেমন কোন যাত্রী উঠছেনা। যেকারণে তারা আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

এ সমস্যার সমাধানে তারা বরিশাল সিটি করপোরেশন ও নগর ট্রাফিকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS