ভিডিও

নওগাঁয় ছাব্বিশ বছর আগের হত্যা মামলায় ২৬ আসামির যাবজ্জীবন

প্রকাশিত: সেপ্টেম্বর ০৯, ২০২৪, ১১:২৫ রাত
আপডেট: সেপ্টেম্বর ০৯, ২০২৪, ১১:২৫ রাত
আমাদেরকে ফলো করুন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় ২৬ বছর আগে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘটিত আজিম উদ্দিন (৫৫) হত্যা মামলার রায়ে ২৬ আসামির যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ’র অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ মোখলেছুর রহমান এই রায় প্রদান করেন।

ওই হত্যা মামলায় মোট ৩৪ জন আসামির মধ্যে মামলা চলাকালে ৮ জন আসামী মারা যান। রায় শুনানির সময় ২২ আসামি আদালতে উপস্থিত ছিল এবং ৪ জন পলাতক ছিল। মামলার বিবরণে জানা গেছে, গত ১৯৯৮ সালের ২ ডিসেম্বর সকাল ৬ টায় ভরট্ট শিবনগর গ্রামের আজিম উদ্দিন (৫৫) বিবদমান জমিতে চাষ দেয়ার জন্য গেলে প্রতিপক্ষের লোকজন লাঠিসোটা, হাসুয়া ইত্যাদি নিয়ে তার ওপর হামলা চালিয়ে ব্যাপক মারধর করলে সকাল সাড়ে ৭ টার দিকে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

ওইদিন নিহতের ছেলে মোঃ আমজাদ হোসেন বাদী হয়ে মান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে মোট ৩৪ জন আসামীর নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ইতোমধ্যে ৮ জন আসামি মারা গেছেন। মামলার রায়ে যাবজ্জীবন কারাদন্ডাদেশ ছাড়াও, প্রত্যেক আসামির ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেছেন।

কারাদন্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলো- ওই এলাকার জেহের আলীর ছেলে মনছুর আলী, আজিমুদ্দিন মন্ডলের ছেলে আলতাব হোসেন মন্ডল, সাহেব আলী মন্ডলের ছেলে এনামুল হক, মনছুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন, তবির আলীর ছেলে ফজের আলী, ফজলুর রহমান, কাদের আলী, শাহজাহান আলীর ছেলে জবেদ আলী, মৃত ময়েজ উদ্দিনের ছেলে কাজেমুদ্দিন, মৃত তয়েজ উদ্দিনের ছেলে অহিদুল ইসলাম (রহিদুল), মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আছিব উদ্দিন, নুরুল ইসলামের ছেলে আনিছার রহমান, তবীর আলীর ছেলে  মোখলেছুর রহমান, মৃত জেহের আলী মন্ডলের ছেলে কাশেম আলী মন্ডল, এনায়েত আলী প্রামানিকের ছেলে লিয়াকত আলী প্রামানিক, শাহজাহান আলীর ছেলে  মোখলেছুর রহমান, মফিজ উদ্দিনের ছেলে জালাল, তবীর আলীর ছেলে মোজাহার আলী ওরফে মোজাফ্ফর আলী, মৃত হাজী সমির উদ্দিনের ছেলে শাহাজাহান, মৃত তয়েজ উদ্দিনের ছেলে ছাইদুর রহমান, মনসুর আলী প্রামানিকের ছেলে পৈক্যা (বুলু), মৃত মেরেজ আলী মৃধার ছেলে আজাদ আলী মৃধা, আশরাফুল মৃধা, মৃত মহির উদ্দিন মন্ডলের ছেলে কলিমুদ্দিন মন্ডল, তবির আলী প্রামাণিকের ছেলে পটল ওরফে পরশ উল্যা প্রামানিক  এবং তকীমুদ্দিনের ছেলে গুল মাসুদ ওরফে কালু।

এদের মধ্যে পলাতক আসামীরা হলো, মোখলেছুর রহমান, এনামুল হক, আনিছুর রহমান ও মোজাহার ।  
রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি এড. শামসুর রহমান এবং আসামি পক্ষে এড. রফিকুল ইসলাম-১ মামলাটি পরিচালনা করেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS