ভিডিও

উখিয়ার পৃথক দুই ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত 

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪, ০২:৪৯ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৪, ০২:৪৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা পৃথক দুই ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে ক্যাম্প-৪ ও ক্যাম্প- ২০ এ ঘটনা ঘটে। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত রহমত উল্লাহ ক্যাম্প-৪ ও ইমাম হোসেন ক্যাম্প-২০ এর বাসিন্দা। তারা একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য বলে ধারণা করছেন ক্যাম্পের বাসিন্দারা। তবে তারা কোন গ্রুপের সঙ্গে সম্পৃক্ত তা স্পষ্ট করতে পারেনি পুলিশ। 

ওসি মো. শামীম হোসেন বলেন, বুধবার ভোরে পৃথক ঘটনায় ক্যাম্প-৪ ও ক্যাম্প- ২০ এ সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।

কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS