ভিডিও

নীলফামারীর সৈয়দপুরে আইসক্রিম কারখানা মালিকের ২৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৮:৪৭ রাত
আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৪, ১২:০৬ রাত
আমাদেরকে ফলো করুন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার শহরের বাঁশবাড়ী বটগাছতলা এলাকায় আফিফা আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কারখানাটি স্থাপনে সরকারিভাবে কোন অনুমোদন নেওয়া হয়নি। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) অনুমোদনবিহীন অবৈধ আইসক্রিম কারখানাটিতে অভিযান পরিচালনা করে অপরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন ভেজাল নিম্নমানের সব উপকরণ ব্যবহার করে আইসক্রিম তৈরি সত্যতা পাওয়া যায়। এর দায়ে কারখানাটির মালিক মো. মেরাজের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নীলফামারী জেলা জাতীয় ভোক্তা আধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) মো.  শামসুল আলম ওই জরিমানা করেন। অভিযানকালে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. আলতাফ হোসেন সরকার, নীলফামারী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দিন প্রমুখ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS