ভিডিও

সিলেটে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৪, ০৭:৪৫ বিকাল
আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৪, ০৭:৪৫ বিকাল
আমাদেরকে ফলো করুন

সিলেটে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) জেলার জৈন্তাপুর উপজেলায় ২ জন ও কানাইঘাট উপজেলায় ২ জন মারা যান। এছাড়াও বজ্রপাতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন, জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৩), একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নান মনই (৪৫), কানাইঘাট উপজেলার কেউটিহাওর এলাকার জমশেদ আলীর ছেলে মাসুক উদ্দিন ওরফে কালা মিয়া (৪০) ও কানাইঘাট পৌরসভার উত্তর দলইরমাঠি (খেলুরবন) গ্রামের তোতা মিয়ার ছেলে নুর উদ্দীন (৬০)।

স্থানীয় সূত্র জানায়, বিকেল ৪টার দিকে বজ্রবৃষ্টির সময় কানাইঘাট পৌরসভার উত্তর দলইরমাঠি (খেলুরবন) গ্রামের ক্ষেতের মাঠে মাছ ধরতে নুর উদ্দিনসহ কয়েকজন। এসময় প্রচণ্ড শব্দের বজ্রাঘাতে নুর উদ্দিন মারা যান। এ ঘটনায় নুর উদ্দিনের সঙ্গে থাকা আরও চারজন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে কালা মিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহ দুটি উদ্ধার করেছে।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS