ভিডিও

নারায়ণগঞ্জ বাস টার্মিনালে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৭

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৪, ০৮:০৩ রাত
আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৪, ০৮:০৩ রাত
আমাদেরকে ফলো করুন

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও বন্ধন পরিবহণ দখল নিয়ে বিএনপির স্থানীয় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৮ জনকে আটক করেছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর ১নং রেল গেট, টানবাজার ও লঞ্চ টার্মিনাল এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ ঘটে।

এদিকে সংঘর্ষের কারণে কেন্দ্রীয় কাউন্টারে বন্ধ রয়েছে বন্ধন বাসের যাত্রি সেবা। ২নং রেল গেট, ১নং রেল গেইট এলাকায় বাস চলাচল বন্ধ আছে। ১নং রেল গেট থেকে টানবাজার ও বন্ধর ঘাট এলাকায় সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, নিজের শক্ত অবস্থান ধরে রাখার জন্য বন্ধন পরিবহনের ২ গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সকালে এক গ্রুপের সাথে আলোচনার জন্য বসেছিলাম। তখন পরিস্থিতি নিয়ন্ত্রনে চলে এসেছিলো। কিন্তু পরে আরেক গ্রুপ এসে ধাওয়া দেওয়া আবার দাওয়া পাল্ঠা দাওয়া শুরু হয়। পুলিশ এবং সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে কাজ করছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS