ভিডিও

অতিরিক্ত রক্তক্ষরণে আবু সাঈদের মৃত্যু : ময়নাতদন্ত প্রতিবেদন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০২:১৩ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৩:০৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

রংপুর প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে রংপুরে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের শরীরের বিভিন্ন জায়গায় মিলেছে শর্টগানের গুলির চিহ্ন। ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে চিকিৎসকের ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

মৃত্যুর আড়াই মাস পর পাওয়া ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়, শর্টগানের গুলির আঘাতে আবু সাঈদের শরীরে অসংখ্য ছিদ্র তৈরি হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় আবু সাঈদের। এছাড়া তার মাথার মধ্যভাগ থেকে পিছনের অংশ পর্যন্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

আবু সাঈদ হত্যা মামলার প্যানেল আইনজীবী রোকনুজ্জামান বলেন, তার মাথার আঘাতের চিহ্ন সুস্পষ্ট। শরীরের বিভিন্ন জায়গায় গুলির ক্ষত। সবকিছু মিলে ময়নাতদন্ত রিপোর্ট প্রমাণ করে, এটি হত্যাকাণ্ড। ফলে এ হত্যার সঙ্গে যারা জড়িত তাদের কেউ ছাড় পাবেন না। 
নৃশংস এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন আবু সাঈদের সহপাঠীরা। তারা বলছেন, এ হত্যাকাণ্ডের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনও দায়ী। তাদের অভিযোগ ওই দিন আন্দোলন দমন করতে বিশ^বিদ্যালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক পুলিশের সাথে আন্দোলনকারীদের ওপর হামলা করেন। আবু সাঈদ হত্যা মামলার ময়নাতদন্তের প্রতিবেদন সম্পর্কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য চিকিৎসকদের কাছে জানতে চাইলে তারা কথা বলতে অপারগতা প্রকাশ করেন। 

উল্লেখ্য, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাঈদ। এ ঘটনায় ১০ পুলিশ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকসহ ১৭ জনের নাম উল্লেখ করে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় হত্যা মামলা দায়ের করেন আবু সাঈদের বড় ভাই রমজান আলী। এ মামলায় এজাহারভুক্ত আসামি রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল ছাড়া এজাহারনামীয় আর কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS