ভিডিও

সাতক্ষীরা সীমান্তে অবৈধভা‌বে ভার‌তে যাওয়ার সময় আটক ৩

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৩:০২ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৩:০২ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  সাতক্ষীরার কালিয়ানী মণ্ডলপাড়া সীমান্ত থে‌কে অবৈধভা‌বে ভার‌তে যাওয়ার সময় তিন বাংলা‌দে‌শি নাগ‌রি‌ককে আটক ক‌রে‌ছে বি‌জি‌বি। সোমবার (২৩ সে‌প্টেম্বর) মধ্যরা‌তে তা‌দের আটক করা হয়।

আটকেরা হ‌লেন- ‌জেলার আশাশু‌নি উপজেলার কামালকা‌টি গ্রা‌মের উদয় কান্তি বাহারের ছে‌লে উৎসব নারায়ণ বাহার (২৭), অরবিন্দু বাহারের ছে‌লে শুভ বাহার (২৪) ও গণেশ চন্দ্র মণ্ডলের ছে‌লে উত্তম মণ্ডল (২০)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে বি‌জি‌বির সাতক্ষীরা- ৩৩ ব্যাটালিয়‌নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, সোমবার রাতে কালিয়ানী সীমা‌ন্ত দিয়ে কয়েকজন অবৈধভাবে ভার‌তে যাওয়ার চেষ্টা করছেন- এমন খবর পেয়ে বিজিবি সেখানে অভিযান চালিয়ে তিন বাংলা‌দে‌শি নাগ‌রি‌ককে আটক করে। পরে তাদের ব্যাগ তল্লাশি করে একটি ল্যাপটপ ও চারটি মোবাইল ফোন পাওয়া গেছে। অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক তিনজন‌কে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

বি‌বি‌জি সাতক্ষীরার কলা‌রোয়া উপজেলার চান্দু‌ড়িয়া সীমান্তে পৃথক আরও এক অভিযান চালিয়ে ১৯৯ বোতল ফেন‌সি‌ডিল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS