ভিডিও

জয়পুরহাটের পুরাণাপৈলে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ছিটকে গেল ট্রাক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ১১:১৩ রাত
আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ১১:১৩ রাত
আমাদেরকে ফলো করুন

জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় কচুর লতি বোঝাই ট্রাক ছিটকে গেছে। এ ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও ট্রাকের ইঞ্জিন দুমড়ে মুচড়ে গেছে। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর প্রায় সাড়ে ১২টার দিকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সাথে কচুর লতি বোঝাই ট্রাকের ধাক্কা লাগার এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পাঁচবিবি ষ্টেশনে বেলা ১২টায় অতিক্রম করে। এর পর জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল রেলক্রসিং অতিক্রমের সময় কচুর লতি বোঝাই একটি ট্রাক ক্রসিংয়ে উঠে গেলে ট্রেনের সাথে ট্রাকের ধাক্কা লাগে। এতে ট্রাকের ইঞ্জিন দুমড়ে মুচড়ে পড়ে যায়। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

পুরাণাপৈল রেলক্রসিংয়ের গেইট কিপার ইমরান মন্ডল জানান, মঙ্গলবার দুপুর প্রায় সাড়ে ১২টার দিকে ঢাকাগামী দ্রুতযান ট্রেনটি রেলক্রসিং অতিক্রম করার আগে রেললাইনের উপর একটি কচুর লতি বোঝাই ট্রাক উঠে পড়লে ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়।

এ সময় ট্রাক থেকে ড্রাইভার ও হেলপার দ্রুত নেমে পড়ে। ট্রাকের ড্রাইভার-হেলপার স্থানীয়দের সহযোগিতায় লাল কাপড় উড়িয়ে ট্রেন থামানোর চেষ্টা করলেও  ট্রেনের গতি বেশি থাকায় ট্রেনটি থামাতে পারেনি চালক। এতে রেল ক্রসিং অতিক্রমের সময় ট্রেনটির সাথে ট্রাকের ধাক্কা লেগে ট্রাকের ইঞ্জিনের অংশ দুমড়ে মুচড়ে রেল লাইনের পশ্চিম পাশে পড়ে যায়। আর ট্রেনটি কিছুদূর গিয়ে থেমে যায়।

জয়পুরহাট ট্রাফিক পুলিশের সার্জেন্ট রবিউল হাসান বলেন, জয়পুরহাট হিলি সড়কের পুরানাপৈল রেলক্রসিংয়ে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষের ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌছি। ওই ঘটনায় কোন নিহত বা আহতদের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর রেল লাইনের দু’পাশে যানবাহন আটকা পড়ে। এক ঘন্টার মধ্যেই দুর্ঘটনা কবলিত স্থান থেকে ট্রাকটি সরিয়ে ফেললে দ্রুত যানচলাচল স্বাভাবিক হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS