ভিডিও

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে ১৪ মোটরসাইকেল চালককে অর্থদন্ড

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৬:০৭ বিকাল
আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৬:০৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ উপজেলার বন্দর এলাকায় আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ।

এসময় সড়ক পরিবহন আইনের আওতায় লাইসেন্সবিহীন, হেলমেটবিহীন, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালনার অপরাধে ১৪ চালককে ৫ হাজার ৩শ’ টাকা অর্থদন্ড করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ বলেন, গুরুত্বপূর্ণ ও ব্যস্ত মহাসড়কটিতে শৃঙ্খলা রক্ষা করে নিরাপদ করতে সংশ্লিষ্ট সকলকে সচেতন হতে হবে।

ভবিষ্যতে এ ব্যাপারে বড় পরিসরে অভিযান চালানো হবে বলেও জানান তিনি। অভিযানে সহায়তা করেন সহকারী পরিচালক, চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ, পুলিশ ও বিজিবি সদস্যরা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS