ভিডিও

ভারতে রাসুলকে (সা.) অবমাননার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৯:৫২ রাত
আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৯:৫২ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : ভারতের পুরোহিত রামগিরি ও মন্ত্রী নিতেশ রানে কর্তৃক রাসুল (সা.) এর অবমাননার প্রতিবাদে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও হাসপাতালে এবং বগুড়া সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরে এসব কর্মসূচি পালন করা হয়।

সকালে শজিমেক হাসপাতালে রাসুল (সা.) প্রেমিক ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা, রাসুলকে (সা.) নিয়ে অবমাননাকর বক্তব্যের দায়ে ভারতের পুরোহিত রামগিরি ও মন্ত্রী নিতেশ রানের কঠোর বিচার দাবি করেন।

অপরদিকে ভারতের পুরোহিত রামগিরি ও মন্ত্রী নিতেশ রানে কর্তৃক রাসুল (সা.) এর অবমাননার প্রতিবাদে বগুড়া সরকারি পলিটেকনিক ইন্সটিটিউ চত্ত্বরে শিক্ষার্থীরা প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করে। পরে ওই শিক্ষার্থীরা এক প্রতিবাদ মিছিল নিয়ে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বিক্ষোভ প্রদর্শন করে এবং সাতমাথাস্থ মুক্ত মঞ্চে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS