ভিডিও

বগুড়া ও জয়পুরহাটে বিশ্ব পর্যটন দিবস পালিত

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ১০:২৩ রাত
আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ১০:২৩ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : পর্যটন শান্তির সোপান' এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বগুড়ায় বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মে. মেজবাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী, পর্যটন কর্পোরেশনের পক্ষে খান ফয়জুল্লাহ প্রমুখ। এর আগে র‌্যালিতে প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষার্থীরা র‌্যালিতে অংশগ্রহণ করে।

অপরদিকে জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটে পালন করা হয় বিশ্ব পর্যটন দিবস। বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় জয়পুরহাট জেলার পর্যটন শিল্পের বিকাশে করণীয় সম্পর্কে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মানিক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মাসুদুর রহমান, জয়পুরহাট কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মাহবুব উল আলম, বেসরকারি উন্নয়ন সংস্থা 'এসো'র নির্বাহী পরিচালক মতিনুর রহমান মতিন প্রমুখ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS