নিউজ ডেস্ক: নড়াইল সদর উপজেলার তুলারামপুর গ্রামে গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে দুইজনের পরিচয় মিলেছে। তারা হলেন- নূর নবী (৩৫) ও দুলাল (৩২)। তাদের বাড়ি বগুড়ার শিবগঞ্জ এলাকায়। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা হোসেন মিয়া বলেন, মঙ্গলবার রাতে তিন ব্যক্তি তুলারামপুর গ্রামে হান্নান মোল্যার বাড়িতে গরু চুরি করতে যায়। এ সময় বাড়ির লোকজন টের পেলে ডাক-চিৎকার শুরু করে। তখন আশপাশের লোকজন এগিয়ে আসে। স্থানীয়দের আসতে দেখে তিন চোর পালানোর চেষ্টা করলে গ্রামবাসী ধাওয়া দিয়ে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম বলেন, গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিন জন নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।