ভিডিও শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

বগুড়ার নন্দীগ্রামে হামলা ও নাশকতা মামলায় আ’লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৩

বগুড়ার নন্দীগ্রামে হামলা ও নাশকতা মামলায় আ’লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৩, ছবি : দৈনিক করতোয়া

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজনুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে ভাটরা ইউনিয়ন বিএনপি’র সমাবেশে নাশকতা ও ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা এলাকায় হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কুমিড়া পন্ডিতপুকুর বাজার থেকে মজনুর রহমান মজনুকে (৪৬) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাটরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত জালাল উদ্দিন মন্ডলের ছেলে।

নন্দীগ্রাম পৌর সদরের পুরাতন বাজার এলাকায় পৃথক অভিযানে গ্রেপ্তার সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান (৬৪) উপজেলার দমদমা উত্তরপাড়ার মৃত তছির উদ্দিন মন্ডলের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। এদিন নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম পায়েলকে (২২) গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক।

আরও পড়ুন

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক নাজমুল হক জানান, উপজেলার কুমিড়া পন্ডিতপুকুর স্কুলমাঠে ইউনিয়ন বিএনপি’র সমাবেশে হামলা, ককটেল বিস্ফোরণ ও চাকলমা এলাকায় হামলা-মারপিটের অভিযোগে দায়েরকৃত মামলায় তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের উলিপুরে জুতার কারখানা গড়ে তুলে সফলতার মুখ দেখেছেন এক দম্পতি

বগুড়ায় গণ অধিকার পরিষদের সমাবেশ ও মশাল মিছিল

বগুড়ার কাহালুতে পরিত্যক্ত অবস্থায় ৪’শ গ্রাম গাঁজা উদ্ধার 

সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ

দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির জন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে : অধ্যাপক হারুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ আরাহী নিহত