ভিডিও

দৌলতদিয়ায় পদ্মায় গোসলে নেমে মাদ্রাসাশিক্ষার্থী নিখোঁজ

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ১২:৩৫ দুপুর
আপডেট: অক্টোবর ৩১, ২০২৪, ১২:৩৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে জুবায়ের (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।

নিখোঁজ শিক্ষার্থী রাজবাড়ীর সদর উপজেলার মুলঘর ইউনিয়নের কুঠিরহাট এলাকার রূপপুর গ্রামের লাবলু শেখের ছেলে। সে দৌলতদিয়া সাবিউল হাসান আঞ্জুমানী কাদেরিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় কয়েকজন বন্ধুর সঙ্গে খেলা করতে যায় শিশু জুবায়ের। খেলা শেষে জুবায়েরসহ অন্যান্যরা সবাই মিলে নদীতে গোসল করতে নামে। সবাই গোসল শেষে উপরে উঠে এলেও জুবায়ের নদী থেকে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যায়। সে সময় তার সহপাঠীরা হাত টেনে ধরে। কিন্তু নদীতে স্রোত থাকায় তাকে ওপরে ওঠানো সম্ভব হয়নি। একপর্যায়ে তার সহপাঠীদের তার হাত ছেড়ে দিলে সে নদীতে ডুবে যায়।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার রাশেদ খান জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পদ্মা নদীতে নিখোঁজ শিক্ষার্থীর উদ্ধার কাজ শুরু করি। আমাদের সঙ্গে পাটুরিয়া ঘাটের ডুবুরিদল উদ্ধার কাজে যোগ দেয়। উদ্ধার কাজ রাত সাড়ে ৮টাপর্যন্ত চলেছে। অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS