পাবনা প্রতিনিধি : বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায়ের নামে বাড়তি টাকা আদায়ের অভিযোগে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয়ের রেলের দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন দুই রেল কর্মচারীর সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ থেকে পাবনার ঢালারচর অভিমুখী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। বরখাস্তকৃতরা হলেন- ট্রেন পরিচালক (গার্ড) জাকারিয়া সোহাগ ও টিকিট পর্যবেক্ষক (টিটিই) নয়ন ইসলাম।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, রহনপুর স্টেশন থেকে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে পাবনার ঢালারচর অভিমুখে ছেড়ে আসে ঢালারচর এক্সপ্রেস। এসময় ওই ট্রেনে দায়িত্বরত টিটিই নয়ন ইসলাম ও ট্রেন পরিচালক জাকারিয়া সোহাগ কয়েকজন বিনাটিকিটের যাত্রীদের কাছে বাড়তি টাকা নিয়েও টিকেট দেননি।
পরে রাজশাহী স্টেশন থেকে ট্রেনে থাকা কয়েকজন ছাত্রের কাছে যাত্রীরা অভিযোগ করেন। ছাত্রদের তোপের মুখে দায়িত্বরত টিটিই ও গার্ড বিষয়টি প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে ছাত্রদের কাছে ক্ষমা চান তারা। পরে ছাত্ররা রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তাদের বিষয়টি জানালে পাকশী রেলওয়ে বিভাগীয় কর্তৃপক্ষের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের দু’জনকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।