ভিডিও

সরোবর পার্কে আরেফিন মিডিয়ার মিলন মেলা

প্রকাশিত: ফেব্রুয়ারি ০৭, ২০২৪, ০৯:১৯ রাত
আপডেট: ফেব্রুয়ারি ০৭, ২০২৪, ০৯:১৯ রাত
আমাদেরকে ফলো করুন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : প্রতি বছর ব্যাপক আনন্দ ও উৎসবের মধ্যদিয়ে আরেফিন মিডিয়া বাংলাদেশের বিভিন্ন নামিদামি দর্শনীয় স্থানে পালন করে থাকেন বাৎসরিক মিলন মেলা।

২০২৪ সালের মেঘা ফেস্টিভ্যাল উদ্যাপন করেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের আরেফিন মিডিয়ার নিজস্ব প্রতিষ্ঠান সরোবর পার্ক এন্ড রিসোর্টে। উদীয়মান তরুণ শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের অপর নাম আরেফিন মিডিয়া। অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রজেক্ট ম্যানেজার মো. তাজমুল ইসলাম সাদ্দাম।

ঢাকা এবং সুন্দরগঞ্জের মীরগঞ্জ অফিসে কমপক্ষে ৩শ’ জন বেকার আউট সোর্সিং এর মাধ্যমে তাদের বেকারত্ব দূর করেছেন। গত সোমবার সকাল হতে রাত পর্যন্ত সেই যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত হয় বিভিন্ন কর্মসূচির মিলন মেলা।

থানার ওসি মো. মাহবুব আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অনুভুতি ব্যক্ত করেন উপজেলা কৃষি অফিসার রাশিদুল করিম, উপজেলা মৎস্য অফিসার মো. তারিকুল ইসলাম সাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মমিন মন্ডল, উপজেলা নির্বাচন অফিসার মো. মনোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. জাফর আহমেদ লস্কর, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো. খোকন রানা প্রমুখ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS