ভিডিও

বগুড়াসহ অন্যান্যস্থানে ‘বাংলা ইশারা ভাষা দিবস’ পালিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ০৭, ২০২৪, ০৯:৫৭ রাত
আপডেট: ফেব্রুয়ারি ০৮, ২০২৪, ১০:৫৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

করতোয়া ডেস্ক : ‘বাংলা ইশারা ভাষার প্রসার করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্য নিয়ে বগুড়াসহ উত্তরাঞ্চলের অন্যান্যস্থানে আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) বুধবার ‘বাংলা ইশারা ভাষা দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবার উপ-পরিচালক আবুু সাঈদ মো: কাওসার রহমান। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আল মারুফ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদুল হক ও জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন বাবলু।

আরও বক্তব্য রাখেন দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বাংলাদেশ টেলিভিশনের বগুড়া প্রতিনিধি শাহ মো: ইলিয়াস লেলিন, বগুড়া মূক বধির বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, ওই বিদ্যালয়ের শিক্ষার্থী আইরিন আকতার ও তরিকুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়তে যাচ্ছি। অর্থাৎ টেকসই উন্নয়নের মূল লক্ষ্যই হলো কাউকে পিছনে ফেলে বা বাদ দিয়ে উন্নয়ন নয়, এবং তা সম্ভবও নয়।

তাই দেশে যে বিপুল সংখ্যক বাক ও শ্রবণ প্রতিবন্ধী রয়েছে, তাদের বাদ দিয়ে কখনই টেকসই উন্নয়ন হতে পারে না। তা ছাড়া এরা এতটাই মেধা সম্পন্ন যে, ক্রীড়া ক্ষেত্রে সব চে’ বেশি সাফল্য এসেছে এদের মাধ্যমেই । অন্যান্য সৃজনশীল কাজেও তারা অনেক এগিয়ে রয়েছে।

অন্যান্যস্থানে পালিত ‘বাংলা ইশারা ভাষা দিবস’এর খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা।

প্রতিনিধিদের পাঠানো এ সংক্রান্ত খবর-

দিনাজপুর : জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে প্রধান অতিথি এলজিইডি’র উপ-পরিচালক (যুগ্ম সচিব) মো. মাহবুবুল করিম ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল হক প্রামাণিক এর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

এরপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল হক প্রামাণিক। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মনির হোসেন। আরও বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মেহেদী হাসান, দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শরিফ প্রমুখ।


গাইবান্ধা : জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফজলুল হক। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. আব্দুল আউয়াল।

আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সোহেল মাহমুদ, জেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান মল্লিক, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কামরুল হাসান সরকার প্রমুখ।


নওগাঁ : নওগাঁয় বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক নূর মোহাম্মদ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এসএম জাকির হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন। অন্যান্যের মধ্যে সমাজসেবা অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মোহতাসিম বিল্লাহ, সহকারী পরিচালক মো. গওসল আজম, মুক ও বধির কল্যাণ সংঘের সভাপতি এড. ডিএম আব্দুল বারী প্রমুখ।

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোলেমান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, বিশেষ অতিথি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. আল মনসুর, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS