ভিডিও

রংপুর অঞ্চলে

তামাকের পরিবর্তে গম ও ভুট্টা চাষাবাদে ঝুঁকে পড়ছে কৃষক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৪, ০৬:২৮ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ১২:৫৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

রংপুর প্রতিনিধি: রংপুর অঞ্চলে তামাকের পরিবর্তে গম ও ভুট্টা চাষে ঝুঁকে পড়ছে কৃষকেরা। তামাক চাষে স্বাস্থ্য ঝুঁকি থাকায় অন্যান্য ফসল চাষ করছে তারা। এদিকে তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করতে বিভিন্ন ফসল চাষে স্বল্প সুদে ঋণ দিচ্ছে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক (ইউসিবি)।

তামাক ছাড়াও, ভুট্টা ও গমের চাষ বাড়াও এই শ্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত (ইউসিবি) ব্যাংকের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএসএ বেগম রোকেয়া মিলোনায়তনে এগ্রো-সিএসআর প্রকল্পের আওতায় কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে রংপুরের আট উপজেলার ২৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।

(ইউসিবি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাসের। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিকি, (ইউসিবি) ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান।

এরআগে গত ৯ ফেব্রুয়ারি লালমনিহাটের হরিণচড়া এলাকায় তামাকের পরিবর্তে একশ’ একর জমিতে গম ও ভুট্টা চাষাবাদ প্রকল্প পরিদর্শন করেন আবু ফরাহ মো. নাসের। সেখানে তিনি কৃষকের বিশ্রাম ছাউনি ও সোলার প্যানেলের মাধ্যমে সেচ প্রকল্পের উদ্ধোধন করেন। এরপর কৃষকদের মাঝে সার, ডিম ফুটানো মেশিন, ভুট্টা মাড়াই মেশিনসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করেন তিনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS