ভিডিও

নবাবগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত ৬০

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০৯:৩৩ রাত
আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০৯:৩৩ রাত
আমাদেরকে ফলো করুন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অনুষ্ঠিত এসএসসি ও সমানের পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত ৬০ জন পরীক্ষার্থী। এরমধ্যে দাখিল পরীক্ষাতেই অনুপস্থিত ৩৭ জন। যার মধ্যে ছাত্রী ১৯ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক জানান, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৩ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ২৭৩ জন পরীক্ষায় উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ৬০ জন।

অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ জন, দাউদপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ জন, ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪ জন, আফতাবগঞ্জ বছির উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ জন, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ জন, নবাবগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে (মাদ্রাসা) ৩৭ জন ও নবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে (ভোকেশনাল) ১৩ জন।

কেন্দ্র সচিব মাহাবুব হোসেন জানান, কেন্দ্রে অনুপস্থিত ৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন ছাত্রী।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS