ভিডিও

হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো মুখিকচু আমদানি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০৭:০৩ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০৭:০৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর হিলি বন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে আমদানি করা হয়েছে কচু। গতকাল সোমবার বিকেলে ১১ মেট্রিক টন মুখিকচু নিয়ে একটি ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন পানামা হিলি পোর্ট লিংক লিমিটেড কতৃপক্ষ।

পোর্ট কর্তৃপক্ষ জানায়, মেসার্স রকি ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান সি অ্যান্ড এফ এজেন্ট মেসার্স খন্দকার এন্টারপ্রাইজের মাধ্যমে ১১ মেট্রিক টন মুখিকচু আমদানি করেন।

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি জানায়, হিলি বন্দর দিয়ে প্রথমবারের মতো মুখিকচু আমদানি হলো, ট্রাক ভর্তি মুখিকচু বন্দর অভ্যন্তরে দ্রুত কাস্টমসের যাবতীয় প্রক্রিয়া শেষে ছাড় করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS