ভিডিও

নিজ বাসা থেকে থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ১২:৪৬ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ০৭:১১ বিকাল
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক : কুমিল্লার চান্দিনা পৌরসভার রারিরচর গ্রামে ভাড়া বাসার দরজা ভেঙে স্বামী-স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন চান্দিনার ছায়কোট গ্রামের আব্দুল জলিলের মেয়ে রোজিনা আক্তার (২২) এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলার কাপ্তান বাজার এলাকার মুজিবুর রহমানের ছেলে সোহেল (২৮)। রোজিনা একটি পার্লারে কাজ করলেও সোহেল কোনও নির্দিষ্ট কাজ করতেন না।

চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলাম  জানান, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় একটি ছুরিও উদ্ধার করে পুলিশ।

ওই বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া ফরহাদ হোসেন বলেন, ‘আমি ওই ভবনের তৃতীয় তলায় থাকি। গতকাল থেকে দ্বিতীয় তলায় পচা গন্ধ পাই। প্রথমে ভেবেছিলাম হয়তো ময়লার গন্ধ। জুমার নামাজের পরও একইভাবে গন্ধ পেয়ে দরজা ধাক্কা দিই, কিন্তু কারও কোনও সাড়াশব্দ ছিল না। পরে তাদের ফোন করলেও কেউ রিসিভ করেননি।

সন্ধ্যার পর থেকে তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করলেও কেউ কিছু বলতে পারেননি। পরে থানায় খবর দিলে পুলিশ দ্বিতীয় তলার ফ্ল্যাটের দরজা ভেঙে দুজনের মরদেহ দেখতে পায়। প্রথম কক্ষে স্বামী ফ্যানের সঙ্গে ঝুলে ছিল আর ভেতরের কক্ষের বিছানায় স্ত্রীর মরদেহ পড়ে ছিল। দুজনের মরদেহই ফুলে গেছে।

নিহত রোজিনার ভাই শাহজাহান বলেন, ‘সোহেল মাদকাসক্ত ছিল। প্রায়ই রোজিনাকে মারধর করতো। ১০-১৫ দিন আগেও মাদকের টাকার জন্য মারধর করায় রোজিনা আমাদের বাড়িতে চলে যায়। তাকে আবারও বুঝিয়ে নিয়ে যায় সোহেল।’

নিহত সোহেলের বোন মুন্নী আক্তার বলেন, ‘দুই বছর আগে তারা ভালোবেসে বিয়ে করেছিল। তাদের কোনও সন্তান নেই। সোহেল গত ১৯ ফেব্রুয়ারি আমার বাসায় গিয়েছিল। তারপর থেকে তাকে ফোনেও আর পাইনি। তার স্ত্রীর ফোনেও কল দিয়েছিলাম, সেও

রিসিভ করেনি। সন্ধ্যার পর বাসার মালিক ফোন করার পর আমি ঘটনাস্থলে আসি।’পরিদর্শক মীর রেজাউল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি। ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে অমিল থাকায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন সোহেল। মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করছি, তিন-চার দিন আগে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। হত্যার কারণ ও এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বলা যাবে।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS