ভিডিও

সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরও সম্পৃক্ত করতে হবে : রিপু এমপি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০৭:১০ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০৭:১০ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু বলেছেন, আমাদের সবচেয়ে বড় সম্পদ দেশের জনগণ। সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরও সম্পৃক্ত করতে হবে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা-দারিদ্রমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রনী ভূমিকা পালন করছেন। বর্তমান সরকারের উন্নয়নে সারাদেশের চিত্র পাল্টে গেছে।

শহর থেকে প্রত্যন্ত গ্রামেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামীতে আমাদের দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। গ্রামের মানুষ শহরের সকল সুযোগ সুবিধা পায় সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপ পরিচালক মাসুম আলী বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা বিশেষ অতিথি ছিলেন. বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী গোলাম মোঃ শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, বগুড়া পৌরসভার প্যানেল মেয়র-২ আলহাজ শেখ প্রমুখ।

স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায প্রধান অতিথি আরও বলেন,  সেবা এখন মানুষের দোড় গোরায় পৌছে দিতে হবে। স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট সেবা। এজন্য স্থানীয় সরকার ব্যবস্থা উন্নত করা হয়েছে।

আলোচনা সভার আগে বগুড়া জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক র‌্যালি বে’র হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। র‌্যালি শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS