ভিডিও

ধুনটে আগুন পোহাতে গিয়ে দগ্ধ নারী মারা গেলেন একমাস পর

প্রকাশিত: মার্চ ০১, ২০২৪, ০৮:৪৫ রাত
আপডেট: মার্চ ০১, ২০২৪, ০৮:৪৫ রাত
আমাদেরকে ফলো করুন

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় মাটির চুলায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক মাস পর সাজেদা খাতুন (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভুতবাড়ি গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। নিহত সাজেদা খাতুন ওই গ্রামের সবজি ব্যবসায়ী শহিদুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি কনকনে শীত থেকে রেহাই পেতে সাজেদা খাতুন নিজ বাড়িতে মাটির চুলায় রান্না শেষে শীত নিবারণের জন্য চুলায় আগুন পোহাতে থাকেন। এ সময় অসাবধানতাবসত তার পরনের শাড়ির আঁচলে আগুন ধরে। তাৎক্ষণিকভাবে সাজেদা খাতুনের শরীরে আগুন ছড়িয়ে পড়ে শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়।

এ অবস্থায় তাকে চিকিৎসার জন্য প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২০ দিন চিকিৎসা নিয়ে ব্যবস্থাপত্রসহ তিনি বাড়িতে অবস্থানকালে গতকাল বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, আইনী প্রক্রিয়া শেষে সাজেদা খাতুনের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS