ভিডিও

কাশিমপুর কারাগারে বন্দির জন্য মোবাইল ফোন এনে বরখাস্ত হলেন কারারক্ষী

প্রকাশিত: মার্চ ০২, ২০২৪, ০৭:৩৭ বিকাল
আপডেট: মার্চ ০২, ২০২৪, ০৭:৩৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

গাজীপুর  প্রতিনিধি: দায়িত্ব পালনকালে বন্দির জন্য মোবাইল ফোন এনে বরখাস্ত হলেন এক কারারক্ষী। গত শুক্রবার সকাল ১০টার সময় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ ঘটনা ঘটে। বরখাস্তকৃত কারারক্ষী হলেন মো. মাহফুজ হাসান রনি।

কারাগার সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টা হতে দুপুর ১২টা পর্যন্ত পূর্ব টাওয়ারে ডিউটি পালনকালে কারাভ্যন্তরে সর্বপ্রধান কারারক্ষী মো. গাজীউর রহমান ডিউটি করছিলেন। তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কারাগারের বাইরে পূর্ব টাওয়ারে কর্তব্যরত কারারক্ষী মাহফুজ হাসান রনি কারাভ্যন্তরে এক বন্দির সাথে পূর্ব হতে যোগাযোগ থাকায় তাকে একটি অ্যানড্রয়েড মোবাইল দেওয়ার জন্য নিয়ে এসেছেন। বিষয়টি জানতে পেরে সর্বপ্রধান কারারক্ষী কর্তব্যরত সিআইডি সহকারী প্রধান কারারক্ষী মো. লুৎফর রহমান, বাইরে রিজার্ভ সর্বপ্রধান কারারক্ষী মো. শাহজালাল খান এবং সহকারী লাইচ কারারক্ষী মো. নাসির উদ্দিন গিয়ে ওই কারারক্ষীর দেহ তল্লাশি করেন। এসময় ওই কারারক্ষী নিজ থেকেই কালো স্কচটেপ মোড়ানো একটি অ্যানড্রয়েড মোবাইল ফোন ও একটি ইউএসবি চার্জার কেবল বের করে দেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বলেন, ওই কারারক্ষী থেকে একটি অ্যানড্রয়েড সেট উদ্ধার করা হয়েছে। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS