ভিডিও

বগুড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নান্টু গাজীপুরে গ্রেফতার

প্রকাশিত: মার্চ ০৩, ২০২৪, ১০:৩৪ রাত
আপডেট: মার্চ ০৪, ২০২৪, ০১:০২ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : শিশু অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নান্টু প্রামাণিক (৩০)কে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার রাতে র‌্যাব-১২ বগুড়া ও র‌্যাব-৪ সাভার এর সদস্যরা গাজীপুরের কালিয়াকৈর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আসামি নান্টু প্রামাণিক বগুড়ার শাজাহানপুর উপজেলার শৈধুকুরী এলাকার মৃত নাজির উদ্দিন ফকিরের ছেলে। র‌্যাব সূত্র জানায়, ২০১৫ সালে মানিকগঞ্জের ঘিওর থানার রোস্তম আলীর তিন বছরের শিশুকে অপহরণ করার পর আসামি নান্টু প্রামাণিক শিশুটির পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় শিশুটির বাবা মামলা দায়ের করেন।

এক পর্যায়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। সেইসাথে আসামি নান্টুকে গ্রেফতার করা হয়। এরপর ২০২৩ সালের ১ নভম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আসামি নান্টুকে যাবজ্জীবন সাজা দেন আদালত। কিন্তু এর আগে জামিনে বের হয়ে পলাতক ছিলো নান্টু। তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS