ভিডিও

ধুনটে হত্যা মামলার আসামির বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলা

প্রকাশিত: মার্চ ০৫, ২০২৪, ১১:০৩ রাত
আপডেট: মার্চ ০৫, ২০২৪, ১১:০৩ রাত
আমাদেরকে ফলো করুন

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় কৃষক হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী ফিরোজ আহম্মেদের (৩৫) বিরুদ্ধে এক গৃহবধূকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে উঠেছে। এ ঘটনায় ভূক্তভোগী ওই নারী বাদি হয়ে গতকাল সোমবার ধুনট থানায় মামলা দায়ের করেছেন। ফিরোজ আহম্মেদ উপজেলার শৈলমারী গ্রামের আলতাব হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ফিরোজ আহম্মেদের প্রতিবেশী ভূক্তভোগী ওই নারীর (২০) স্বামী জীবিকার তাগিদে নাটোর শহরে অবস্থান করেন। তবে ওই নারী স্বামীর বাড়িতে বসবাস করেন। অন্যান্য দিনের মত গত  রোববার রাতে স্বামীর ঘরে ঘুমিয়ে পড়েন ওই নারী। রাত ৩টার দিকে ফিরোজ আহম্মেদ ওই নারীর ঘরের দরোজা কেটে ভেতরে প্রবেশ করে।

এরপর হাতে থাকা লাইটের আলো জ্বালিয়ে ধারালো অন্ত্রের ভয় দেখিয়ে ওই নারীকে ধর্ষণে চেষ্টার সময় ওই নারীর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌছালে ফিরোজ আহম্মেদ কৌশলে পালিয়ে যায়। উল্লেখ্য ফিরোজ আহম্মেদ ২০২০ সালে ৩১ জানুয়াির শৈলমারী গ্রামের কৃষক রনজু মিয়াকে কুপিয়ে হত্যা মামলার চার্জশীটভূক্ত ২নম্বর আসামী ফিরোজ আহম্মেদ।

মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন কারাভোগের পর বর্তমানে জামিনে রয়েছে সে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। এ মামলার আসামীকে গ্রেফতারে চেষ্টা চলছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS