ভিডিও

উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় নারী দিবস পালন

প্রকাশিত: মার্চ ০৮, ২০২৪, ০৯:২৭ রাত
আপডেট: মার্চ ০৯, ২০২৪, ১২:৩৩ রাত
আমাদেরকে ফলো করুন

করতোয়া ডেস্ক : “নারীর সমঅধিকা, সমসুযোগ-এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এ প্রতিপদ্যে আজ শুক্রবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় যথাযোগ্য মর্যদায় দিবসটি পালন করা হয়েছে। করতোয়ার প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে করতোয়া ডেস্ক রিপোর্ট।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শুক্রবার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানার সার্বিক ব্যবস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, সাংবাদিক মেজবাউল আলম, ব্র্যাক প্রতিনিধি তাসলিমা খাতুন প্রমুখ। উপজেলার বিভিন্ন নারী সংগঠন ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা অংশ শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নেন।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের করে।

এরপর পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আক্তার বানু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাহফুজা চৌধুরী, তথ্যকেন্দ্রের তথ্যসেবা কর্মকর্তা শারমিন আক্তার, তথ্য কেন্দ্রের সহকারী কর্মকর্তা আরসিন খাতুন, প্রভাষক জাকারিয়া লিটন, প্রভাষক আব্দুর রউফ উজ্জল প্রমুখ। এদিন উপজেলা জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আদমদীঘিতে নির্যাতিত, অবহেলিত ও অসহায় নারীদের জন্য আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (৮ মার্চ) বিকেলে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কাশিমালকুঁড়ি গ্রামে এই কেন্দ্রের ভবন উদ্বোধন করেন আন্তর্জাতিক সংস্থা ‘হেল্প মি ওয়েল ফেয়ার ট্রাস্ট’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুরাত ইসিক।

এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের কর্মকর্তা এরহান, কেমাল, যানান, হায়েরিয়া, গ্রুলাই, আসিফুর, কাশেম, বাংলাদেশ প্রতিনিধিত্বকারি এনামুল হক, দৈনিক করতোয়া সারিয়াকান্দি প্রতিনিধি শাহাদত হোসেন প্রমুখ।


সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড মিনহাদুজ্জামান লীটন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাইনুল হক, ও সিবাবু কুমার সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদোসী রুম্পা, কৃষি কর্মকর্তা সৌহরাব হেসেন। আলোচনা সভার পূর্বে  র‌্যালী অনুষ্ঠিত হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) প্রতীক মন্ডল উপস্থিত ছিলেন।

ধুনট (বগুড়া) প্রতিনিধি : দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু এমপি ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিক, বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি শিল্পী রহমান, সহকারি কমিশনার (ভূমি) নুরুল আমীন, উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান, ইউপি চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস মল্লিক, এসএম মাসুদ রানা, তোজাম্মেল হক, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজনীল নাহার ও কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক সানজিদা হাসান কেয়া।

উল্লেখ্য মেডিকেলে চান্সপ্রাপ্ত তিন জমজ ভাইয়ের সফল জননী আর্জিনা বেগমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর পর উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ১৫জন অসহায় দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

কাহালু (বগুড়া) প্রতিনিধি : দিবসটি উপলক্ষ্যে কাহালু উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের যৌথ উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাচন অফিসার মাহমুদা আকতার, শিক্ষক খায়রুন নাহার খেয়া,শিক্ষার্থী সাদিয়া ইয়াসমিন,সীমা আকতার প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দি পৌরসভার আয়োজনে দিবসটি উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সকালে পৌরসভার হলরুমে মেয়র মতিউর রহমান মতির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ পুত্র সাখাওয়াত হোসেন সজল।

নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহায়তায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক রেজাউল করিম, কাউন্সিলর খন্দকার খোরশেদ আলম, সিতাবুল ইসলাম, মেহেদী হাসান সুফল, ফজলুল করিম রাবু, বজলুর রশিদ, রিনা  বেগম, রুলি বেগম প্রমুখ।

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : দিবসটি উপলক্ষ্যে পাঁচবিবি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে, উপজেলা পরিষদ হলরুমে সহকারি কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে আলোচনা সভায় নারীদের অধিকার আদায়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম মুন্না, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিবুর রহমান ও মহিলাবিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান।

রংপুর জেলা প্রতিনিধি : আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আজ শুক্রবার (৮ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ভবনের ২য় তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও আন্তর্জাতিক নারী দিবস পালন কমিটির আহবায়ক প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. শফিকুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. বিজন মোহন চাকী, রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) সৈয়দ আনোয়ারুল আজিম, ক্যাফেটেরিয়ার পরিচালক উমর ফারুক, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক দিপীকা বিশ্বাস প্রমুখ।

ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ইফ্ফাত আরা বাঁধনের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ পালন কমিটির সদস্য এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী। দিবসটি উপলক্ষে সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। পরে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।


দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে দিনাজপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক নুরে আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মাসুম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সুলতানা বুলবুল, মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুর উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান। সঞ্চালনায় ছিলেন ডে কেয়ার অফিসার রেজভিন শারমিনাজ ইসলাম। এর আগে বর্নাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে।

নওগাঁ : নওগাঁয় নানা আয়োজনের মধ্যদিয়ে আজ শুক্রবার (৮ মার্চ) জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর নানা কর্মসূচি গ্রহণ করে। পাশাপাশি খান ফাউন্ডেশনের বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্ক রাজশাহীও নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির উদ্বোধন করেন খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এড. রোখসানা খন্দকার।

প্রধান অতিথি জেলা প্রশাসক মো. গোলাম মওলার নেতৃত্বে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া ইসলাম, জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার খাঁন মো. মজারুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, সাবেক প্রফেসর মো. শরিফুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াছ তুহিন রেজা প্রমুখ।

নাটোর : নাটোরে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনিমা চৌধুরী অডিটোরিয়ামে দিবসটির প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান প্রমুখ।

বদলগাছী (নওগাঁ) : এ উপজেলায় প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং বদলগাছী ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির সহযোগিতায় দিবসটি উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহবুব আলম। এসময় আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এমদাদুল হক দুলু প্রমুখ।

পত্নীতলা (নওগাঁ) : এ উপজেলায় নারী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার আয়োজনে আজ শুক্রবার (৮ মার্চ) উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার দায়িত্ব প্রাপ্ত অফিসার আমিনুল হকের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল গাফ্ফার।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা প্রমুখ।

মান্দা (নওগাঁ) : এ উপজেলায় প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে দিবসটি পালন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নুরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী পাল, মান্দা প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

শেষে পাঁচ জয়িতা দিলরুবা খানম, মুক্তা বানু, দেলোয়ারা বিবি, শাহিনা আক্তার ও ফাতেমা বেগমকে সম্মাননা সনদ প্রদান করা হয়।

ভাঙ্গুড়া (পাবনা) : দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরাফাত হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মহিলা বিষয়ক অফিসের হিসাবরক্ষক উত্তম কুমার সাহা।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. শাওন হোসেন প্রমুখ।


পুঠিয়া (রাজশাহী) : পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার একেএম নূর হোসেন নির্ঝর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিএম. হিরা বাচ্চু। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাশীষ বসাক, উপজেলা চেয়ারম্যান পত্নী শামীমা হাসান শিলু, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান প্রমুখ।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) : উপজেলা সম্মেলনকক্ষে নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়গঞ্জ-তাড়াশ আসনের এমপি অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ।

এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের  চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আলমাজী জিন্নাহ প্রমুখ।

বিরল (দিনাজপুর) : দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরল প্রেস ক্লাবের সভাপতি এমএ কুদ্দুস সরকার, উপজেলা প্রোগ্রামার জাকির হোসেন ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সুবল চন্দ্র রায় প্রমুখ।

হাকিমপুর (দিনাজপুর) : এ উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন হাকিমপুর হিলি পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, উপজেলা নির্বাচন অফিসার শিমুল সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু প্রমুখ।

বাগাতিপাড়া (নাটোর) : এ উপজেলায় প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়ে উপজেলা বড়াল সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সুরাইয়া মমতাজ, মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান প্রমুখ।

সিংড়া (নাটোর) : উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামরুল হাসান কামরান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি খাতুন।

উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার রোজী, সিংড়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি খাদিজা খাতুন, সিংড়া মডেল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রবিন খান প্রমুখ।

পীরগাছা (রংপুর) : আঞ্চলিক অফিস পীরগাছার আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক ব্যবস্থাপক মো. মোজাহারুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার।

প্রোগ্রাম অফিসার শিমুল হাসানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সৈয়দপুর কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক শাহিনুর রহমান, সিনিয়র সাংবাদিক এম খোরশেদ আলম, শাখা ব্যবস্থাপক রেজাউল ইসলাম ও প্রোগ্রাম অফিসার শাপলা আক্তার প্রমুখ।

গঙ্গাচড়া (রংপুর) : এ উপজেলায় প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নারী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা নাহিদ তামান্নার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম।

এসময় সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম, তথ্যসেবা কর্মকর্তা তাসনীম খুশবী সরকার প্রমুখ।

সাঘাটা (গাইবান্ধা) : উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, এএলআরডি ঢাকা, উদয়ন স্বাবলম্বী সংস্থা, নিজেরা করি সংস্থা ও ভূমিহীন সমিতির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মনোরঞ্জন বর্মন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক প্রমুখ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : এ উপজেলায় প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা জিন্দার আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা ফারজানা ইয়াসমিন, শালমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিছ  প্রমুখ।

রাজারহাট (কুড়িগ্রাম) : উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে অফিসার্স ক্লাবে মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তি রানীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজারহাট নির্বাহী অফিসার কাবেরী রায়, কৃষি সম্প্রসারণ অফিসার হৈমন্তি রানী, প্রেস ক্লাব রাজারহাট সভাপতি এসএ বাবলু প্রমুখ।

উলিপুর (কুড়িগ্রাম) : উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।

বৃষ্টি আক্তারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার, জেলা আওয়ামী লীগের সদস্য মতি শিউলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস।

সৈয়দপুর (নীলফামারী) : দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আজমল হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইসমাঈল এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী।

তেঁতুলিয়া (পঞ্চগড়) : তেঁতুলিয়ায় আন্তজার্তিক নারী দিবস উদযাপিত হয়েছে। র‌্যালিতে আশা মহিলা উন্নয়ন সমিতি, ওয়ান স্টট ক্রাইসি সেলসহ বিভিন্ন সংগঠনের নারী উদ্যোক্তা ও সাংবাদিকরা অংশগ্রহণ করে। পরে পরিষদ হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহাবুবুল হাসান এর সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেযারম্যান কাজী মাহমুদুর রহমান (ডাবলু), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস-চেয়ারম্যান সুলতানা রাজিয়া ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রোকেয়া বেগম রুকু।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (৮ মার্চ) সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য হাফিজউদ্দিন আহম্মেদ।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল আল রিফাত, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায় প্রমুখ।

এ সময় পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ বিভিন্ন নারী সংগঠনের কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS