ভিডিও

সৈয়দপুরে তিন ফল ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: মার্চ ১০, ২০২৪, ০৬:০৫ বিকাল
আপডেট: মার্চ ১০, ২০২৪, ০৬:০৫ বিকাল
আমাদেরকে ফলো করুন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে তিন পাইকারী ফল ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ রোববার (১০ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে মূল্য তালিকা না থাকায় জরিমানা করা হয়।

আজ রোববার (১০ মার্চ) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের তদারকি দল সৈয়দপুর শহরের হাতিখানা সড়কে অবস্থিত পাইকারী ফল আড়তে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মূল্য তালিকা না থাকায় উল্লেখিত এলাকার হ্যাপি ফল ভান্ডার মালিকের চার হাজার টাকা, শাহ মকদুম ফল ভান্ডার মালিকের তিন হাজার এবং মদিনা ফল ভান্ডার মালিকের তিন হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) শামসুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই জরিমানা আদায় করা হয়েছে। এ সময় সৈয়দপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আলতাফ হোসেন সরকার ও থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা দেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS