ভিডিও

অবশেষে নিজ গ্রামে সেই বৃষ্টির দাফন সম্পন্ন

প্রকাশিত: মার্চ ১২, ২০২৪, ০৮:০৩ রাত
আপডেট: মার্চ ১২, ২০২৪, ০৮:০৩ রাত
আমাদেরকে ফলো করুন

কুষ্টিয়া প্রতিনিধি : বহুল আলোচিত ঢাকা বেইলি রোডে অগ্নিকান্ডে নিহত বৃষ্টি খাতুনকে তার চাচা ফারুক শেখের কবরের পাশে দাফন করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার খোকসার বেতবাড়িয়া পশ্চিমপাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ডিএনএ পরীক্ষার পর বৃষ্টির মরদেহ তার বাবা সবুজ আলীর নিকট হস্তান্তরের পর সোমবার রাত সাড়ে ৮টার দিকে গ্রামের বাড়ি বেতবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বনগ্রাম পশ্চিমপাড়ায় পৌঁছায়। মরদেহ পৌঁছানোর পর বৃষ্টি খাতুনের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। পরে পারিবারিক কবরস্থানে বৃষ্টির বড় চাচা ফারুক শেখের কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।

বৃষ্টির মরদেহ দাফনের সময় খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, থানার অফিসার ইনচার্জ আন-নূর যায়েদ, বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বৃষ্টির বাবা-মা, স্বজনসহ এলাকাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুনে ৪৬ জন নিহত হন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS