ভিডিও

দিনাজপুরে গাঁজাসহ পিতা-পুত্র আটক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৪, ০৭:৫৪ বিকাল
আপডেট: মার্চ ১৪, ২০২৪, ০৭:৫৪ বিকাল
আমাদেরকে ফলো করুন

দিনাজপুর প্রতিনিধি: প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিতা-পুত্র অভিনব কৌশলে গাঁজার চালান এনেও শেষ রক্ষা হয়নি। দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসির) জালে ধরা পড়েছেন তারা। চট্টগ্রাম থেকে আসা গাঁজার সেই চালান বুধবার রাতে শহরের কালিতলায় রিসিভ করে নিয়ে যাওয়ার সময় গোপনে ওঁৎ পেতে থাকা ডিএনসির চৌকস দল তাদের গ্রেফতার করে।

আটককৃতরা হলেন- কাহারোল উপজেলার রামচন্দ্রপুর এলাকার মৃত দনো রায়ের ছেলে রঞ্জিত রায় ও তার ছেলে রিপন রায়। রঞ্জিত রায়ের আরেক ছেলে কিছুদিন আগেই মাদকদ্রব্যসহ ডিএনসির হাতে আটক হয়েছিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ শহিদুল মান্নাফ কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওঁৎ পেতে থাকা ডিএনসির চৌকস দল সন্দেহজনক বাইক থামিয়ে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করে। জব্দ করা হয় ৫ কেজি গাঁজা ও পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেল। তারা সম্পর্কে পিতা-পুত্র। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS