ভিডিও

বাংলাদেশি কিশোরকে গুলি করে লাশ নিয়ে গেল বিএসএফ 

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৪, ১২:৫৭ দুপুর
আপডেট: মার্চ ১৮, ২০২৪, ১২:৫৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। রোববার (১৭ মার্চ) দুপুরে পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্তে এই হত্যার ঘটনা ঘটে। নিহত পারভেজ আহমেদ সাদ্দাম (১৫) উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তির আছকির আলীর ছেলে। আহত হয়েছেন একই গ্রামের ছিদ্দিক (৩২)।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে সাদ্দাম নিজের পালিত দুটি গরু আনতে শিকড়িয়া সীমান্তে যায়। তখন বিএসএফ’র একটি টহল দল গুলি করলে ঘটনাস্থলেই সাদ্দাম মারা যান। গুলিবিদ্ধ হয়ে আহত হন ছিদ্দিক।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত সাদ্দামের লাশ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে। আহত ছিদ্দিক মিয়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পৃথিমপাশা ইউনিয়নের ইউপি সদস্য শাহিন মিয়া নিহত ও আহতদের বাড়ি কর্মধা ইউনিয়নে বলে নিশ্চিত করেছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS