ভিডিও

হরিপুরে অবৈধ বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়েছে

প্রকাশিত: মার্চ ২০, ২০২৪, ০৫:৩৩ বিকাল
আপডেট: মার্চ ২০, ২০২৪, ০৫:৩৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রশাসনে দায়িত্ব অবহেলার কারণে কুলিক নদ থেকে অবৈধভাবে বালু তুলে ব্যবসা করার দৌরাত্ম্য দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে নদের পাশের টেংরিয়া-দিলগা গ্রামবাসী ওই সকল বালু ব্যবসায়ীর নাম উল্লেখ করে জেলা ও উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছেন। 

অভিযোগকারীরা বলেন, কুলিক নদের কল্লামনিরঘাট ও ভবানীডাঙ্গীরঘাট থেকে রাতে ও সকালে বালু তুলে ১৮শ’ থেকে ২ হাজার টাকা করে বিক্রি করছে বালু ব্যবসায়ীরা। এতে নদের পাড় ভাঙনসহ আশপাশের জমিগুলো হুমকির মুখে পড়ছে। এছাড়া গ্রামের কাঁচা রাস্তাগুলো ধুলোবালি আর খানাখন্দে পরিণত হচ্ছে। এর প্রতিকার চেয়ে গ্রামের সুভান নামে এক ব্যক্তির বিরুদ্ধে জেলা ও উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করা হয়েছে।

এবিষয়ে জেলা প্রশাসক বলেন, অভিযোগ পাওয়া গেছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।   



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS