ভিডিও

গরম পানির পাতিলে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত: মার্চ ২১, ২০২৪, ০৭:৫৩ বিকাল
আপডেট: মার্চ ২১, ২০২৪, ০৭:৫৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

জামালপুর  প্রতিনিধি: ইফতারে খিচুড়ি রান্নার জন্য চাল, ডালসহ রান্নার প্রস্তুতি হিসেবে পাতিলে গরম পানি রেখেছিল মা। সাড়ে তিন বছরের শিশু মো. আদনান হাবিব পাশেই খেলছিল। হঠাৎ ফুটন্ত গরম পানির পাতিলে পড়ে যায় আদনান। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর গত  বুধবার রাত সাড়ে ৯টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পশ্চিম ঘোষেরপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার সকাল ১০টায় আদনানের দাফন হয়েছে। এর আগে গত শুক্রবার (১৫ মার্চ) বিকেলে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পশ্চিম ঘোষেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশু আদনান হাবিব ওই এলাকার মো. লেমান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রমজানের দ্বিতীয় রোজায় মসজিদে ইফতার দেওয়ার জন্য খিচুড়ি রান্না করছিল পরিবারের সদস্যরা। খিচুড়ি রান্নার জন্য গরম পানি করে রেখেছিল পাতিলে। আদনান হাবিবসহ কয়েকজন শিশু খেলছিল। খেলার একপর্যায়ে আদনান হাবিব গরম পানির পাতিলের মধ্যে পড়ে যায়। এতে শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায় আদনানের। পরে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকায় রেফার্ড করা হয়। পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

    



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS