ভিডিও

নবাবগঞ্জে ঝড় ও শিলাবৃষ্টি

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৪, ০৪:৪০ দুপুর
আপডেট: মার্চ ২৪, ২০২৪, ০৪:৪০ দুপুর
আমাদেরকে ফলো করুন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার উত্তরাঞ্চলের জয়পুর ও কুশদহ ইউনিয়নে ঝড় ও শিলা বৃষ্টি হয়েছে। গতকাল শনিবার বিকেলে ওই ঝড় ও শিলা বৃষ্টি হয়। এতে ঘর-বাড়ি ও ক্ষেতের ক্ষতি হয়।

জয়পুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক জানান, তার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডের ওপর দিয়ে ঝড়-বৃষ্টি চলে গেছে। শিলা বৃষ্টির কারণে ঘরের টিনের ছাউনির ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও ফল ফসলেরও ক্ষতি হয়েছে।

কুশদহ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আনোয়ারুল আজিম জানান তার ইউনিয়নের ৩/৪টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলা কৃষি দপ্তরের হিসাব মতে, ওই ঝড় ও শিলা বৃষ্টিতে ৫০ হেক্টর ভূট্টা ৬ হেক্টর আম ও ৪ হেক্টর শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা নুরে শেফা জানান, তার কাছে সঠিক কোন ক্ষতির পরিমাণ পৌঁছেনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS