ভিডিও

বড় দুর্ঘটনা থেকে বাঁচল কক্সবাজার এক্সপ্রেস

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৪, ০৬:০২ বিকাল
আপডেট: মার্চ ২৪, ২০২৪, ০৬:০২ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার, ঢাকা অফিস: বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেল কক্সবাজার এক্সপ্রেস। কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের সঙ্গে গাছবাহী নসিমন গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে ট্রেনের গতি কম থাকায় তাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রোববার দুপুর দেড়টার দিকে ডুলাহাজারা পার হয়ে চকরিয়া ঢোকার পথে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, গাছবাহী একটি নসিমন রেললাইন পার হতে গিয়ে লাইনে আটকে যায়। এর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি গাড়িটির মাঝামাঝি আঘাত করে। ট্রেনের গতি কম থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। ট্রেন থামিয়ে ট্রেনের লোকমাস্টার (চালক) আবদুল আওয়াল রানা তার সহকারী লোকোমাস্টার, স্টাফ এবং এলাকাবাসীর সহায়তায় নসিমনকে রেললাইন থেকে অপসারণ করে রেললাইন চলাচলের উপযুক্ত করেন।

চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ট্রেন আসার আগে স্থানীয় একটি মালবাহী পরিবহন রেললাইনে উঠে যায়। ট্রেনের গতি স্বাভাবিকের তুলনায় কম থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। নসিমনটি সরিয়ে ২৫ মিনিট পর কক্সবাজার এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে রওনা করে।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS