ভিডিও

বাকিতে চিপস নিয়ে তর্কে বন্ধুকে ছুরিকাঘাতে খুন

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৪, ১২:০৩ দুপুর
আপডেট: মার্চ ২৫, ২০২৪, ১২:০৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক : ফেনীর সোনাগাজীতে বাকিতে চিপস চাওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে আবির হোসেন ছোটন (২৩) নামের এক যুবক খুন হয়েছেন। রোববার সন্ধ্যায় ইফতারের সময় উপজেলার মতিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। নিহত আবির উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া এলাকার কালা মিয়ার ছেলে। অভিযুক্ত আরিফুর রহমান একই এলাকার বাবুল মিয়ার ছেলে।

স্থানীয় লোকজন জানান, মতিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আরিফের বড় ভাই মো. নিলয়ের একটি চায়ের দোকান রয়েছে। বিকেলে নিলয়ের দোকানে গিয়ে বাকিতে চিপস চান আবির। নিলয় বাকিতে দেবে না বলে জানানোর পর জোর করে চিপস নিয়ে ছিঁড়ে ফেলে দেন। এ নিয়ে দুজনের বাগবিতণ্ডা হয়। সন্ধ্যায় আবির ও আরিফ দুই বন্ধু একসঙ্গে ওই দোকানে ইফতার করতে যান। তখন চিপস নিয়ে ছিঁড়ে ফেলার বিষয়টি আরিফকে জানান নিলয়। এ নিয়ে আবিরের সঙ্গে কথা-কাটাকাটি হয় আরিফের। একপর্যায়ে আরিফ ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ছুরি দিয়ে আবিরের পেটে ও বুকে দুটি আঘাত করেন। সঙ্গে সঙ্গে আবির মাটিতে লুটে পড়েন। আরিফ দোকান থেকে বের হয়ে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন আবিরকে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় লোকজন পুলিশকে জানিয়েছেন, আবির ও আরিফ ঘনিষ্ঠ বন্ধু। দুজন একসঙ্গে চলাফেরা করত। ঘটনার পর থেকে অভিযুক্ত আরিফ পলাতক। ঘটনার মূল রহস্য উদঘাটন ও আরিফকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS