ভিডিও

৭৫ টাকা লিটার দুধ মিলছে রাজশাহীতে

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৪, ০৫:২৬ বিকাল
আপডেট: মার্চ ২৬, ২০২৪, ১১:১৭ রাত
আমাদেরকে ফলো করুন

রাজশাহী প্রতিনিধি : রমজান উপলক্ষে দাম কমিয়ে পাস্তুরাইজেশনকৃত দুধ লিটার প্রতি মাত্র ৭৫ টাকায় পাচ্ছেন রাজশাহীর সাধারণ মানুষ। গতকাল সোমবার দুপুরে মহানগরীর রেলগেট শহীদ এএইচএম কামারুজ্জামান চত্ব¡র এলাকায় এই দুধ বিক্রি কার্যক্রম শুরু হয়।

নাবা ডেইরি এন্ড ক্যাটল ফার্মের উদ্যোগে রাজশাহী কার্যালয়ে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে এই দুধ বিক্রি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আব্দুল হাই সরকার ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার মো. আখতার হোসেন।

নাবা ডেইরি এন্ড ক্যাটল ফার্মের উদ্যোগে এই দুধ বিক্রি কার্যক্রম চলবে রমজান মাস জুড়ে। এ সময় উপস্থিত ছিলেন নাবা ডেইরি এন্ড ক্যাটল ফার্মের এসিস্যান্ট ম্যানেজার সোহেল রানা, জুনিয়র এক্সিকিউটিভ অফিসার জান্নাতুন নাইম অনিক, ম্যানেজার মাহফুজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS