ভিডিও

আ‘লীগ ক্ষমতায় আসার পর দেশের মানুষ স্বাধীনতার স্বাদ হারিয়ে ফেলেছে : রেজাউল করিম বাদশা

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৪, ১১:১৮ রাত
আপডেট: মার্চ ২৬, ২০২৪, ১১:১৮ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখন হুমকির মুখে। মানুষের বাক স্বাধীনতা নাই। দেশের মানুষ এখন দ্রব্যমূল্যের উর্দ্ধগতির জন্য হাহাকার করছে। কোথাও স্বস্তি নাই। চারিদিকে অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতি মানুষ কী করবে ভেবে পাচ্ছেনা।

আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ হারিয়ে ফেলেছে। তিনি আজ মঙ্গলবার (২৬ মার্চ) দলীয় কার্যালয়ে জেলা বিএনপি আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনাসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সহ-সভাপতি লাভলী রহমান, জেলা বিএনপির উপদেষ্টা মাসুদুর রহমান হিরু, জেলা কমিটির নেতা শাহাদাত হোসেন, এড. কে এম হুমায়ুন কবির, মশিউর রহমান শামীম, আব্দুল মালেক, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর ওয়াদুদ, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা আক্তার, মৎস্যজীবী দলের সভাপতি মইনুল ইসলাম, এড. রহিমা খাতুন মেরী, সেকেন্দার আলী মুন্সি, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র প্রমুখ।

আলোচনা সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, মৎস্যজীবী দল, তাঁতী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকাল ৬ টায় জাতীয় দলীয়, পতাকা উত্তোলন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ, সকাল সাড়ে ৬ টায় মুক্তির ফুলবাড়িতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS