ভিডিও

রাজবাড়ীতে শাশুড়িকে গলাকেটে হত্যায় পুত্রবধূসহ দুই জনের যাবজ্জীবন

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৪, ০৬:১১ বিকাল
আপডেট: মার্চ ২৮, ২০২৪, ০৬:১১ বিকাল
আমাদেরকে ফলো করুন

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে হাজেরা বেগম নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার দায়ে পুত্রবধূ স্বপ্না বেগম ও মো. সোহেল মিয়া নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজবাড়ী সিনিয়র দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় প্রদান করেন।

দন্ডাদেশপ্রাপ্ত স্বপ্না বেগম রাজবাড়ী সদর উপজেলার বারবাকপুর (পশ্চিমপাড়া) গ্রামের মো. হাফিজুর রহমানের স্ত্রী ও মো. সোহেল মিয়া সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কোমরপাড়া গ্রামের মো. হোসেন মিয়ার ছেলে।

এ সময় রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর গ্রামের ইসমাইল শেখের ছেলে কবির শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে খালাস প্রদান করা হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৬ আগস্ট রাত দেড়টার দিকে পুত্রবধূ স্বপ্না আক্তারের চিৎকারে আশপাশের লোকজন তাদের ঘরে গিয়ে দেখতে পান হাজেরা বেগম গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছেন। এ সময় পুত্রবধূ স্বপ্না আক্তারের শরীরে ধারালো অস্ত্রের জখম ছিল। তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় নিহত হাজেরা বেগমের স্বামী তমিজ উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত পূর্বক থানা পুলিশ ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. উজির আলী শেখ এর সত্যতা নিশ্চিত করে বলেন, এ রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS