ভিডিও

দিনাজপুরে ছিনতাইকারীদের তৎপরতা বৃদ্ধি পাচ্ছে আটক ২

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৪, ১১:১৩ রাত
আপডেট: মার্চ ২৯, ২০২৪, ১১:১৩ রাত
আমাদেরকে ফলো করুন

দিনাজপুর প্রতিনিধি : ঈদ যত ঘনিয়ে আসছে ততই ছিনতাইকারীদের তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। চলতি মাসেই প্রকাশ্যে ৩টি ছিনতাই ঘটনা ঘটে।

পুলিশ তাৎক্ষণিকভাবে প্রতিটি ঘটনা সিসি ফুটেজের সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করে এক মহিলাসহ ৬ জনকে গ্রেফতার ও লুণ্ঠিত স্বর্ণ ও মোবাইল ফোন উদ্ধার করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মোঃ জিন্নাহ আল মামুন আজ শুক্রবার (২৯ মার্চ) এক প্রেস ব্রিফিংয়ে জানান, পুলিশ নিবিড় পর্যবেক্ষণে ছিনতাই প্রতিরোধ করছে। তবে ছিনতাই ঘটনার সাথে শিক্ষার্থীরা জড়িয়ে পড়ছে।

গত ২৬ মার্চ সন্ধ্যায় খালাতো বোনের জন্য ওষুধ কিনতে এসে ছিনতাইয়ের কবলে পড়ে আরিফা ইসলাম। মামলা দায়েরের পর পরই তদন্তকারী কর্মকর্তা এসআই ইন্দ্র মোহন রায়ের নেতৃত্বে সিসি ফুটেজে শনাক্ত করে কোতয়ালি থানাধীন শেখপুরা মহল্লার মোঃ আব্দুর রহমানের পুত্র  মোঃ আসাদুজ্জামান আকাশ (২২) ও একই মহল্লার আব্দুল মান্নানের পুত্র মোঃ জুয়েলকে (২২) গ্রেফতার করে।

আকাশ দিনাজপুরের এপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটের সপ্তম বর্ষের ছাত্র।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS