ভিডিও

ঝড়ে ঘর চাপায় ভিক্ষুক নিহত

প্রকাশিত: এপ্রিল ০৮, ২০২৪, ০১:৪৩ দুপুর
আপডেট: এপ্রিল ০৮, ২০২৪, ০১:৪৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

ভোলা প্রতিনিধি : ভোলায় ঘূর্নিঝড়ে প্রায় দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং বিপুল সংখ্যক গাছপালা উপড়ে পড়েছে; নিহত হয়েছে একজন। রোববার দুপুরে সদর, মনপুরা ও লালমোহন উপজেলার ওপর দিয়ে এ ঝড় বয়ে যায় বলে ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান জানান। নিহত ৬৮ বছর বয়সী হারেস আহমেদের বাড়ি লালমোহন উপজেলার ফরাসগঞ্জ ইউনিয়নে।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুল ইসলাম বলেন, “ লালমোহন উপজেলার বদরপুর এলাকায় ভিক্ষা করার সময় ঝড়ের কবলে পড়ে হারেস। এ সময় সে স্থানীয় মনির হোসেনের ঘরে আশ্রয় নেয়; সেখানে ঘর চাপায় সে মারা যায়।

স্থানীয়রা জানান, ঝড়ে মনপুরা উপজেলার হাজির হাট ইউনিয়নের দাসেরহাট ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রায় ১০০ কাঁচা ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিকাংশ ঘরের চাল ও বেড়া উড়ে গেছে। এ সময় মনপুরার দাসের হাটের মেঘনায় মাছ ধরা অবস্থায় ছয় জেলেসহ একটি ট্রলার ডুবে যায়। অন্য ট্রলারের সহায়তায় তাৎক্ষণিক সবাইকে জীবিত উদ্ধার করা গেলেও ট্রলারটি পাওয়া যায়নি। এছাড়াও ঝড়ে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।


জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, তিন উপজেলায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের ১৬ টন চাল তাৎক্ষণিক বরাদ্দ দেওয়া হয়েছে। আর নিহতের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা দেওয়া হবে। ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে বলেও জানান তিনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS